স্নিগ্ধা হালদারঃ পুজো আসতে আর মাত্র একসপ্তাহ বাকি। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পুজোর শেষ প্রস্তুতিটুকু সেরে নিতে ব্যস্ত। আর এরই মাঝে মহালয়া ও তার আগেরদিন শিয়ালদহ মেন লাইনের একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার ও রবিবার ইছাপুর স্টেশনের কাছে কাজ চলার জন্য ট্রেন বন্ধ থাকবে । ইছাপুর স্টেশনের কাছে 56/টি এর ব্রীজে গার্ডার প্রতিস্থাপনের কাজ চলবে। পূর্ব রেলওয়ে তরফে জানানো হয়েছে নৈহাটি বিভাগে আগামী ২৪ ও ২৫ শে সেপ্টেম্বর রাত ১১ টা থেকে পরেরদিন ১০:৪৫ পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে।
মেন শাখার যে ট্রেনগুলো বন্ধ থাকবে –
শিয়ালদহ – নৈহাটি : 31411, 31471, 31415
নৈহাটি – শিয়ালদহ: 31414, 31418,31420
শিয়ালদহ – রানাঘাট : 31615,31617
রানাঘাট – শিয়ালদহ: 31614,31616
শিয়ালদহ – কল্যাণী: 31311,31317
কল্যাণী – শিয়ালদহ: 31314, 31318
শিয়ালদহ – কৃষ্ণনগর : 31813
কৃষ্ণনগর – শিয়ালদহ : 31814
রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, শনিবার রাত ও রবিবার অনেক অফিসে ছুটি থাকে , ফলে কর্মব্যস্ততা থাকে না। নিত্যযাত্রীদের চাপ কম। সেই কারণেই এই সময়টা বেছে নেওয়া হয়েছে। তবে পুজোর মুখে কেনাকাটা করার একটা ভির থাকে তাই যাত্রীদের অসুবিধার জন্য পূর্বরেলের তরফের বিজ্ঞপ্তি তে দুঃখ প্রকাশ করা হয়েছে।