মৌপিয়া মাইতিঃ দীপাবলি মানেই আলোর উৎসব, আর মাঝে বিনোদন হিসাবে পছন্দের অভিনেতার সিনেমা (Movie) তো রয়েছেই। অনেক অভিনেতা এই সময় টাকেই আদর্শ সময় হিসাবে বেছে নেন নিজের হিট ছবির মুক্তির জন্য।
দেখে নেওয়া যাক কার কোন Movie আসছে এই দীপাবলিতে
• শিবকার্থিকেয়ান এবং কার্তি অভিনীত তামিল সিনেমা যথাক্রমে ‘প্রিন্স’ (Prince) এবং ‘সর্দার’ (Sardaar) ২১ শে অক্টোবর (শুক্রবার) মুক্তি পেতে চলেছে। ছবি দুটি একই দিনে মুক্তি পাবে ফলত সরাসরি সংঘর্ষ হতে চলেছে বক্স অফিসে। অনুদীপ কেভি পরিচালিত প্রিন্স সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মারিয়া রায়বোসাপ্কা। পিএস মিথরান পরিচালিত সর্দার সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রাশি খান্না এবং রাজিশা বিজয়ন।
• মলিউড থেকে দীপাবলি স্পেশাল হিসেবে মোহনলালের ‘মনস্টার’ (Monster) এবং নিভিন পাওলির ‘পদভেট্টু’ – এই দুটি সিনেমা রিলিজ হতে চলেছে। বৈশাখ পরিচালিত মনস্টার ছবিতে লক্ষ্মী মাঞ্চু এবং সিদ্দিকি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমা দুটি ২১ শে অক্টোবর মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।
• তেলেগু ‘ওরি দেভুরা’ (Ori Devuda) সিনেমাটিতে ভেঙ্কটেশ দাগ্গুবাতি, মুরলি শর্মা, ও মিথিলা পালকারকে অভিনয় করতে দেখা যাবে এবং পরিচালনা করবেন অশ্বথ মারিমুথু। এটিও ২১ অক্টোবর ছবিটি বড় পর্দায় আসবে।
• অন্যদিকে ২৫ অক্টোবর হিন্দি ছবি ‘থ্যাঙ্ক গড’ (Thank God) মুক্তি পাবে। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং।
• অক্ষয় কুমারের সিনেমা বক্স অফিসে একের পর এক ফ্লপ হওয়ার পর দীপাবলিতে আরেকটি সিনেমা নিয়ে তিনি ফিরে এসেছেন। ‘রাম সেতু’ (Ram Setu) তার বছরের চতুর্থ চলচ্চিত্র, এটি ২৫ অক্টোবর বড় পর্দায় আসতে চলেছে। পরিচালনায় অভিষেক শর্মা এবং অভিনয় করেছেন নুসরাত ভরুচ্চা এবং জ্যাকলিন ফার্নান্ডিজ।