সন্তু সামন্তঃ আর্থিকভাবে অনগ্রসর দের জন্য ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত (SC on EWS Reservation) । সুপ্রিম কোর্ট জানিয়েছে চাকরি, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসর দের জন্য ১০% সংরক্ষণ বৈধ। শীর্ষ আদালতের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের এই রায় কার্যত ঐতিহাসিক, এমনটাই মত বিশেষজ্ঞমহলে।
যদিও ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের মধ্যে ২ জন বিচারপতি এই সংরক্ষণের বিরোধী মতামত দিয়েছেন। তবে ৩:২ অনুপাতের হিসেবে রায় গিয়েছে সংরক্ষণের দিকেই। ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ছিলেন – প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি দীনেশ মহেশ্বরী, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা।
প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাট এই সংরক্ষণের বিরোধী ছিলেন। তাঁদের যুক্তি ছিল, সংরক্ষণ কখনই স্থায়ী সমাধান হতে পারে না। যদিও অনুপাতের হিসেবে সংরক্ষণের পক্ষেই ফাইনাল মতামত দিয়েছে দেশের শীর্ষ আদালত।
প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে আর্থিকভাবে অনগ্রসর দের জন্য ১০% সংরক্ষণ এর কথা ঘোষণা করেছিল। এমনকি সংসদে বিল পাস করে তা আইনে পরিণত হয়। কিন্তু ২০১৯ সালে ১০৩ তম সংবিধান সংশোধনীকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সাংবিধানিক বৈধতার প্রশ্নে তৈরি হয় ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। আজ তারই রায়দান ছিল। আজকের এই ঐতিহাসিক রায়ে আর্থিকভাবে অনগ্রসর দের জন্য চাকরি, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ১০% সংরক্ষণে আর কোনও সমস্যা রইল না।
SC on EWS Reservation