সন্তু সামন্তঃ মাত্রারিক্ত গরমে নাজেহাল অবস্থা গোটা ব্রিটেনে (Britain)। সঙ্গে দোসর দাবানল (Wildfires)। বিশ্ব উষ্ণায়নের (GlobalWarming) জেরে কনকনে ঠাণ্ডার দেশে গরমের হলকা। তাপমাত্রা নেহাত কম নয় ! ৪০ ডিগ্রি সেলসিয়াস। রেড অ্যালার্ট জারি করেছে ব্রিটেনের আবহাওয়া অফিস।
পুরোপুরি বন্ধ বা আংশিক চালু রাখতে হয়েছে বিভিন্ন পরিষেবা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল গরমে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎপরিবাহী তার। ফলে রেল সহ টেলিকম পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।
তাপমাত্রা বাড়ার কারণে জায়গায় জায়গায় আগুন লাগার ঘটনা সামনে আসছে। তাপমাত্রা বাড়ার কারণে আপনা আপনিই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করছে। পূর্ব লন্ডনের অনেক বাড়ি এখন দাবানলের গ্রাসে। দমকলবাহিনী ও অ্যাম্বুলেন্স কে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
নাজেহাল হওয়ার সবথেকে বড় কারণ শীতের দেশ ব্রিটেন। স্বাভাবিকভাবেই বেশিরভাগ বাড়িতে শীতাতাপ যন্ত্র নেই। তাই চাইলেও বাড়িতে বসে দুদণ্ড জিরনোর সুযোগ নেই। ব্রিটেনের এই দৃশ্য বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে সারা বিশ্বকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ।
পরিবেশবিদদের মতে এখনই সতর্ক না হলে, পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নেওয়া হলে অদূর ভবিষ্যতে বিশ্ব জুড়েই বড় বিপদ ওত পেতে আছে।