সন্তু সামন্তঃ সমস্ত জল্পনার অবসান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা ঘোষণার পর টানা ১০ দিন ধরে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির আপাতত অবসান ঘটল।
বি জে পি নেতা দেবেন্দ্র ফরনবিশ সাংবাদিক সম্মেলন করে সিন্ডের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ঘোষণা করেন। আজ সন্ধ্যে সাড়ে ৭ টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে।
বি জে পি নেতা দেবেন্দ্র ফরনবিশ মুখ্যমন্ত্রী হবেন এমনটা জল্পনা ছিল। তবে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দেন তিনি এই সরকারে সরাসরি অংশগ্রহণ না করলেও বাইরে থেকে সমর্থন করবেন।