সন্তু সামন্তঃ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ থেকে সারা দেশে সিংগল ইউজ প্লাস্টিক ব্যবহারের ওপর জারি করা হল নিষেধাজ্ঞা। আজ ১ জুলাই, ২০২২ থেকে সিংগল ইউজ প্লাস্টিক উৎপাদন, আমদানি, বিক্রি এবং মজুত করা যাবে না।
আরও পড়ুনঃ
- কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগ
- সাব ইনস্পেক্টর পোস্টের পরীক্ষা ১৭ জুলাই
- রেল এ গ্রুপ ডি পোস্টে ১ কোটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট
- ভারতীয় রেলের ICF এ বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
জেনে নেওয়া যাক কি এই সিংগল ইউজ প্লাস্টিক ? যে সমস্ত প্লাস্টিক এক বার ব্যবহার করে ফেলে দেওয়া হয় তাদের বলা হয় সিংগল ইউজ প্লাস্টিক।
সরকারি নির্দেশিকা অনুযায়ী নিষেধাজ্ঞা রয়েছে এই সমস্ত জিনিসে – প্লাস্টিক স্টিক এর তৈরি ইয়ার বাডস, বেলুনে ব্যবহার করা প্লাস্টিক স্টিক, প্লাস্টিক পতাকা, কান্ডি স্টিক , থারমোকল, আইস ক্রিম স্টিক, প্লাস্টিকের কাপ, প্লেট, গ্লাস, চামচ, ছুরি, ট্রে , মিষ্টি বাক্স প্যাকিংয়ের প্লাস্টিক, আমন্ত্রনপত্রের প্লাস্টিক, সিগারেট প্যাকেটের প্লাস্টিক এবং ১০০ মাইক্রনের কম পি ভি সি ব্যানার বা প্লাস্টিক।
প্রসঙ্গত, ৭৫ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যাগে ৩০ সেপ্টেম্বর, ২০২১ থেকেই নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি ১২০ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যাগ ও নিষেধ হতে চলেছে চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে।