বরুণ মুখোপাধ্যায়ঃ গতকাল, ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ৭ উইকেটে পরাজিত হল ঋষভ পন্থের নেতৃত্বাধীন ভারত। পাঁচ ম্যাচের এই সিরিজ়ে দক্ষিণ আফ্রিকা ১-০ ফলাফলে এগিয়ে থাকল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২১১ রান তোলে। ঈশান কিষাণের ৪৮ বলে অনবদ্য ৭৬ রান তার মধ্যে উল্লেখযোগ্য।
আরও পড়ুনঃ
- একসঙ্গে ৫ টি সংস্থায় কাজের খোজ
- WBCS প্রিলি পরীক্ষার জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল PSC
- ইন্দো – টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ
- এবার চাকরি পাবেন আপনিও
- এয়ার ইন্ডিয়া তে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ
এরপর প্রোটিয়াদের দাপুটে ব্যাটিং-এ ভর করে পাঁচ বল এবং সাত উইকেট বাকি থাকতেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেভিড মিলার ৩১ বলে ৬৪ ও আরভিডি ডুসেন ৪৬ বলে ৭৫ রান করে দুজনেই অপরাজিত থাকেন। এই খেলায় ডেভিড মিলারকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে ঘোষণা করা হয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় খেলাটি হবে ১২ জুন ওড়িশার কটক শহরের বারবাটি স্টেডিয়ামে। এছাড়া বাকি আরও তিনটি খেলা হবে ১৪, ১৭ ও ১৯ জুন।