সন্তু সামন্তঃ বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি। তবে এবার ভালো খবর। জাতীয় সম্মানে সম্মানিত হলেন রাজ্যের শিক্ষক। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে তাঁর হাতে সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি।
এই বছর মোট ৪৬ জন জাতীয় শিক্ষক পুরস্কার পেলেন। তাঁর মধ্যে একজন বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক। নাম বুদ্ধদেব দত্ত। শিক্ষা সম্মাননার ইতিহাসে রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকের এই সম্মান পাওয়ায়াটা প্রথম। স্বভাবতই শিক্ষক মহলে অন্য এক মাত্রা এনে দিয়েছেন বুদ্ধদেব স্যার।
জানা গেছে, যে স্কুলে তিনি আজ শিক্ষকতা করছেন সেই স্কুলেরই একসময় তিনি ছাত্র ছিলেন। তাঁর কথায়, স্কুলের প্রতি দায়বদ্ধতা তো ছিলই, দায়িত্ব জেলার প্রতিও। জাতীয় শিক্ষক পুরস্কার এর খবর পাওয়ার পর তাঁর এই স্বীকৃতির কৃতিত্ব তিনি স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক এবং আধিকারিক সকল কে দিয়েছেন।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যে ৪৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অন্যান্য রাজ্যের হাইস্কুল সহ অন্যান্য বোর্ডের শিক্ষকদের নাম রয়েছে। তবে এই রাজ্যের প্রাইমারি স্কুলের কোনও শিক্ষকের নাম এই তালিকায় থাকা রাজ্যের পক্ষেও যেমন গর্বের, তেমনি রাজ্য সরকারের প্রাইমারি শিক্ষাব্যব্যস্থাওর আজ গর্বের দিন। শিক্ষক দিবসে নিউ দিল্লির বিজ্ঞানভবনে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক এর সম্মাননা গ্রহণ করবেন বুদ্ধদেব স্যার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ