ওয়েব ডেস্কঃ কি অদ্ভুত সমাপতন ! যে শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজেই, সেই কমিটির সদস্যরাই তাঁর বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে বৈঠকে বসল। আর সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের সমস্ত পদ থেকে সাসপেন্ড করা হল পার্থ চট্টোপাধ্যায় কে।
আজ সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মহাসচিব, শৃঙ্খলা রক্ষা কমিটি, সর্ব ভারতীয় সহ সভাপতি, জাগো বাংলার সম্পাদক সহ সব পদ থেকে আপাতত সাসপেন্ড করা হয়েছে তাঁকে। তবে তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলে তিনি আবার সসম্মানে সমস্ত পদে ফিরবেন এই বার্তাও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, শিল্প, পরিষদীয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই। সূত্রের খবর, আপাতত তাঁর দায়িত্বে থাকা তিনটি দপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী।
ই ডির হাতে গ্রেফতার হওয়া, তাঁর পরিচিত অর্পিতার ফ্ল্যাট থেকে দু-দফায় বুপিল পরিমাণ টাকা, সোনা সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এর মন্ত্রিত্ব ও দলীয় পদে থাকা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছিল। সেই তোলপাড়ের আপাতত অবসান ঘটল তাঁর মন্ত্রিত্ব ও দলীয় পদ খোয়া যাওয়ায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় দোষী না নির্দোষ প্রমাণিত হয় সে দিকেই তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষ।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ