সন্তু সামন্তঃ এবার থেকে স্কুল কলেজ সপ্তাহে মাত্র ৫ দিন খোলা থাকবে। আর ব্যাঙ্কের লেনদেন হবে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত। বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষা মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের অধীন স্কুল কলেজ সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে। আপাতত শুক্র ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় গুলো প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
জানা গেছে, নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি দেওয়ার পরিকল্পনা আগেই ছিল। অন্যান্য সরকারি কর্মচারী সপ্তাহে ৫ দিন কাজ করেন। একমাত্র শিক্ষকরাই ৬ দিন কাজ করেন। তাই শিক্ষক দেরও যদি ৫ দিন কাজ করতে হয় তাহলে কাজে গতি আসবে, বাংলাদেশের শিক্ষামন্ত্রক সূত্রে এমনটাই খবর।
অপরদিকে ব্যাঙ্ক খোলা থাকত সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। আর লেনদেন হত বিকেল ৪ টা পর্যন্ত। পরিবর্তিত সময় সূচি অনুযায়ী লেনদেন হবে বিকেল ৩ টে পর্যন্ত। আর লেনদেন শুরু হবে সকাল ৯ টা থেকে। বাংলাদেশ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্ক এর কর্মচারীদের বিকেল ৫ টার মধ্যেই ব্যাঙ্কের আনুষঙ্গিক কাজকর্ম শেষ করে ব্যাঙ্ক বন্ধ করতে হবে। তবে সমুদ্র, বিমানবন্দর এলাকায় থাকা ব্যাঙ্কের শাখাগুলির ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে।
আরও পড়ুনঃ বেসরকারি সংস্থায় কাজের খোঁজ
পাশাপাশি, কাল থেকেই সরকারি ও স্বশাসিত অফিস খোলা থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত। মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্র্যাফিক ব্যবস্থার ওপর চাপ নিয়ন্ত্রণ এবং আশু প্রয়োজনীয় ক্ষেত্র গুলিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল কারণ। তবে বেসরকারি অফিস কি করবে সেই সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জ্বালানী তেলের দাম স্বাভাবিকের তুলনায় অনেকটাই বাড়িয়েছে বাংলাদেশ সরকার। এমনকি বিদ্যুৎ উৎপাদনেও রাশ টানা হয়েছে। বিদ্যুৎ এর ঠিকঠাক যোগান না থাকায় চাষের ক্ষেত্রেও তার প্রভাব পড়ছিল। তাই সবদিক বিবেচনা করে স্কুল কলেজ অফিস সহ বিভিন্ন ক্ষেত্রে সময়সূচীর পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বলবৎ থাকবে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ