বরুণ মুখোপাধ্যায়ঃ পশুপাখিদের সামনে থেকে দেখার আগ্রহ সকলেরই থাকে, আর এর লোভেই দূরদূরান্ত থেকে চিড়িয়াখানায় ছুটে আসেন অসংখ্য মানুষ। কচিকাঁচাদের সঙ্গে আসেন বড়োরাও। বন্য প্রাণীদের চাক্ষুষ করার লোভ সামলাতে না পেরে অনেকেই আবার খাঁচার সামনে হামলে পড়েন।
এবার চিড়িয়াখানায় ঘটল এক আজব কাণ্ড। খাঁচা ছেড়ে দর্শকদের সামনে সশরীরে বেরিয়ে এল আস্ত একটা শিম্পাঞ্জি। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শিম্পাঞ্জির কীর্তি।
আরও পড়ুনঃ
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- ন্যাশানাল কেরিয়ার সার্ভিসে ইয়ং প্রফেশনাল নিয়োগ
- ক্লার্কশিপে ৩০৪ জন এর তালিকা প্রকাশ করল পি এস সি
- আপাতত পরীক্ষা স্থগিত রাখল কমিশন
- সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আলিপুর চিড়িয়াখানায়। জানা গেছে সকাল ১০টা নাগাদ চিড়িয়াখানার কর্মীরা শিম্পাঞ্জির খাঁচায় খাবার দিতে গেলে একটি ছোটো শিম্পাঞ্জি হঠাৎ করে এনক্লোজ়ারের বাইরে বেরিয়ে আসে। দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে কর্মীরা দর্শকদের নিরাপত্তার কথা ভেবে তাদের অন্যত্র চলে যেতে বলেন। বন্ধ করে দেওয়া হয় মেন গেট। অবশেষে ১০-১২ মিনিট শিম্পাঞ্জিটি বাইরে থাকার পর তাকে আবার ভিতরে রেখে আসা হয়। সূত্র মারফত জানা গেছে যে ‘বুড়ি’ নামের এই অল্প বয়সী শিম্পাঞ্জিটি ১২ দিন আগেও একবার বেরিয়ে এসেছিল। ইলেকট্রিক তারের বেড়া টপকে কীভাবে দু-দুবার এনক্লোজ়ারের বাইরে বেরিয়ে এল সেটাই ভাবাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। এদিকে ছোট্ট বুড়ির কাণ্ডকারখানা দেখে বেশ মজা নিচ্ছেন নেটিজেনরা।