সঞ্জয় বৈরাগীঃ ভারতের একাধিক শহরে হঠাৎই ডাউন হয়ে পরল ফেসবুক (MetaProblems)। দেশের বিভিন্ন অংশের একাধিক ব্যবহারকারী কাল রাত থেকেই এই সমস্যার কথা জানিয়েছেন। বিশেষ করে অ্যাডস ম্যানেজার ও নিউজ ফিড লোডিং এর সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যাবহারকারীরা।
অনলাইন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের হিসাবে,ভারতে ফেসবুক বিভ্রাটের বেশিরভাগ অভিযোগগুলি মুম্বাই,দিল্লি এবং কলকাতা থেকে নথিভুক্ত করা হয়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এবং বিজ্ঞাপন ম্যানেজার পরিষেবাগুলি কিছু ব্যবহারকারীর জন্য অস্থায়ী ভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি এটাও মনে করা হচ্ছে যে,এই সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্রিয়েটর স্টুডিও এবং বিজ্ঞাপন ব্যবস্থাপক পরিষেবাগুলিতে লগ ইন করার সময় কিছু ব্যবহারকারীদের সমস্যার সম্মুখীন হওয়ার কারণে ফেসবুক পরিষেবাগুলি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে গেছে।
প্রসঙ্গত, গতকালই ফেসবুকের তরফ থেকে প্রায় ১১০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে, ফলে পরিষেবা প্রদানে কোনোরকম ব্যাঘাত ঘটছে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক ব্যাবহারকারী।পাশাপাশি,এই বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।