সৌমি ঘোষ: “তুমি দুষ্টু লোক” মনে পরে সোনার কেল্লার ছোট্ট মুকুলকে ? মুকুল ধরের চরিত্রে অভিনয় করা কুশল চক্রবর্তীকে আজও মনে রেখেছে বিশ্ব চলচ্চিত্রের দর্শক। সত্যজিতের রায়ের সেই কালজয়ী সৃষ্টি ‘সোনার কেল্লা’র সিকুয়্যাল বড়ো পর্দায় ফিরছে পর্দার মুকুলের হাত ধরে।
আরও পড়ুনঃ
- সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ
- একনজরে একাধিক সংস্থার চাকরির খবর
- সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- বি এস এফ -এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ
কুশল চক্রবর্তীর পরিচালনায় এই ছবির নাম ‘সোনার কেল্লার সন্ধানে: আ হান্ট আফটার ফরটি ইয়ার্স’। ইতিমধ্যেই তিনি সন্দীপ রায়ের থেকে অনুমতিও পেয়ে গেছেন। নিজের ফেসবুক পেজেই জানিয়েছেন এই সিনেমার যাবতীয় ভাবনা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন কুশল চক্রবর্তী পুরষ্কৃত হন মুকুল চরিত্রটির জন্য। আর সেদিন তিনি জানিয়েছেন, জয়সলমিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুকুলের চিহ্ন। কোথাও মুকুলের নামে বাড়ি, কোথাও বা দোকান। মানুষের মধ্যে মুকুলের এখনও যে জনপ্রিয়তা তিনি দেখেছেন, তার জন্যই স্থির করেন সেই জাতিস্মর মুকুলকে ফিরিয়ে আনবেন সোনার কেল্লার সিক্যুয়েলে। মুকুলের চরিত্রে অভিনয় করবেন কুশল স্বয়ং ।
তবে সোনার কেল্লার এই নতুন গল্পে থাকছেন না ফেলুদা বা তোপসের কেউই। বরং পাওয়া যাছে প্রত্যুষ মিত্র নামের এক নতুন চরিত্র। প্রদোষ আর প্রত্যুষের নামগত মিল থাকলেও, চরিত্রগত মিল থাকবে কিনা বলা যাচ্ছে না। এখনও মূল চরিত্রদের নাম প্রকাশ্যে আসেনি। তবে ছবিতে যে রহস্যের গন্ধ থাকবে তা বলাই বাহুল্য। তবে সোসাল মিডিয়ায় তিনি স্পষ্টই লিখেছেন যে ছবির জন্য প্রযোজক দরকার, এস ভি এফ হলেও মন্দ হয় না। প্রযোজক পেলেই শুরু হবে ছবির কাজ। বাঙালি মুকুলের দুষ্টু লোকদের জব্দ করার জন্য অপেক্ষা করে রয়েছে।