দেবস্মিতা দলুই: মাধ্যমিকের ফল প্রকাশিত করা হবে ৩ রা জুন, ২০২২। সকাল ন’টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট জানানো হবে। আর সকাল দশ’টায় ফলাফল জানা যাবে মধ্যশিক্ষা পর্ষদ সহ আরও ১৪ টি ওয়েবসাইটে।
(www.wbresults.nic.in www.wbbse.wb.gov.in wbbse.org)
এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। বরাবরের মতো এবছরেও ছাত্রীর অনুপাত ছাত্রদের তুলনায় বেশিই ছিল। মোট ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
আরও পড়ুন –
- WBCS এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩১ তারিখ থেকে
- একসঙ্গে ৬ টি সংস্থার চাকরির খবর
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
- এনটিপিসি দ্বিতীয় ধাপের পরীক্ষার সময় তালিকা প্রকাশ করলো রেল
- চাকরি খুঁজছেন? যোগ্যতা অনুযায়ী এখনই আবেদন করুন
গত ৭ ই মার্চ থেকে ১৬ ই মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৪ হাজার ১৫৪টি। গত বছর অর্থাৎ, ২০২১ সালে কোভিড পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করা হয়নি। তবে এই বছর, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার শুধু ফল প্রকাশের পালা।
রেজাল্ট দেখার নিয়মাবলী :
◆ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে : wbbse.wb.gov.in
◆ ওয়েবসাইটের হোমপেজে রেজাল্ট দেখার লিংক পাওয়া যাবে। এটিতে ক্লিক করতে হবে।
◆ মাধ্যমিকের রোল নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে ও জমা দিতে হবে।
◆ এরপর আপনার ফলাফলটি স্ক্রিনে দেখাবে। ◆ তা ভালো করে দেখে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য সেটির একটা প্রিন্টআউট নিয়ে নিলে ভালো হবে।
ReplyForward |