কোয়েল দত্ত : করোনা কালে আমাদের দেশে অনেক শিশুই অনাথ হয়েছে। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত ও নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন পিএম কেয়ার চিলড্রেন স্কিম।
আরও পড়ুন –
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
- সিভিল সার্ভিসের মেধাতালিকায় প্রথম ৪ এ মেয়েদের জয়জয়কার
- WBCS এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩১ তারিখ থেকে
- একসঙ্গে ৬ টি সংস্থার চাকরির খবর
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
এই স্কিমের আওতায় মাসিক ৪ হাজার টাকা বৃত্তি, ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা এবং এককালীন ১০ লক্ষ টাকা কোভিড অনাথ দের দেওয়া হবে। তবে এককালীন টাকা পাওয়া যাবে ২৩ বছর বয়স হলে।
প্রসঙ্গত, গত বছর ২৯ মে থেকে এই প্রকল্প চালুর পর আজ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার আবেদন পত্র এই স্কিমের জন্য অনুমোদন পেয়েছে। গতকাল কেন্দ্রের বি জে পি সরকারের অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড অনাথ বাচ্চাদের জন্য স্পেশাল স্কলারশিপ এবং হেলথ কার্ডের কথা ঘোষণা করেন।