বরুণ মুখোপাধ্যায়ঃ বিতর্কিত মন্তব্যের জেরে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মাকে থানায় হাজিরা দিতে নির্দেশ দিল কলকাতা পুলিশ। ২০ জুনের মধ্যে তাঁকে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে হবে বলে নোটিশ পাঠানো হয়েছে।
কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা সিআরপিসি-র ৪১-এ ধারায় তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি-র বিভিন্ন ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ধারাগুলি হল ১৫৩-এ, ২৯৫-এ, ২৯৮ এবং ৩৪।
আরও পড়ুনঃ
- আপাতত পরীক্ষা স্থগিত রাখল কমিশন
- সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ
- একনজরে একাধিক সংস্থার চাকরির খবর
- সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
প্রসঙ্গত, কিছুদিন আগে এক বেসরকারি টিভি চ্যানেলের বিতর্ক সভায় অংশগ্রহণ করেছিলেন ৩৭ বছর বয়সী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। অনুষ্ঠানে তাঁর মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উত্তাল হয় দেশের বিভিন্ন অঞ্চল। শুরু হয় ধর্মীয় হিংসা, দাঙ্গা। কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে বিজেপির এই বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন থানায় মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের অধীন নারকেলডাঙা থানায় তাঁকে ২০ জুনের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে।