সন্তু সামন্তঃ শুরু হয়েছে বর্ষাকাল । ভারী বৃষ্টিতে নিচু জায়গা জলমগ্ন হওয়া আর বন্যায় জনজীবন বিপর্যস্ত হওয়ার ছবি আমাদের সকলের কাছেই পরিচিত। না এই দৃশ্য শুধু পশ্চিমবঙ্গে নয় , এই দৃশ্য ভারত সহ দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে কমন। ফি বছর বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় বন্যা দুর্গত এলাকার মানুষজনকে।
আরও পড়ুনঃ
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
- কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগ
- সাব ইনস্পেক্টর পোস্টের পরীক্ষা ১৭ জুলাই
- রেল এ গ্রুপ ডি পোস্টে ১ কোটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট
এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এল জাপানের আবাসন নির্মাণকারী সংস্থা ‘ ইচিজো কমুতেন’। বন্যার হাত থেকে বাঁচার জন্য এই সংস্থা আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে। বন্যা হোক বা জল জমা – বাড়ির ভেতরে কোনোভাবেই জল ঢুকবে না। এমনকি টয়লেট, রান্নাঘরের পাইপ দিয়েও জল যাতে না ঢোকে তার জন্য বিশেষ লিক প্রুফ যন্ত্র লাগানো হয়েছে। প্রয়োজনে জলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি জলের মধ্যে না ডুবে জলে ভেসে থাকবে।
দেখে নিন ওয়াটারপ্রুফ বাড়ির ভিডিও –
প্রসঙ্গত, প্রযুক্তির উন্নয়নের জন্য জাপান সরকারের থেকে এই সংস্থা পেয়েছে বিশেষ পুরস্কার – 2020 Minister of Climate Action and Environment Award (Development and Productization Department/Adaptation Area)। তবে এই প্রযুক্তি এখন জাপানে ব্যবহার হচ্ছে। ভারতে কবে এই প্রযুক্তি ব্যবহার হয় সেটাই এখন দেখার।