তিয়াশা ভক্তাঃ রাশিয়া – ইউক্রেনের যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্থ যেমন রাশিয়া ইউক্রেনের মানুষ তেমনই ভারতের পড়ুয়ারা (Ukraine Students)। সেই পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাদের আহ্বান জানালো রাশিয়া।
পড়াশোনা সূত্রে বহু ভারতীয় শিক্ষার্থী যায় ইউক্রেনে। তার মধ্যে বেশির ভাগই মেডিক্যাল বিভাগে। তবে চলতি বছরের শেষের দিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চলাকালীন নিরাপত্তার অভাবে ক্যারিয়ারের ভাবনায় সেমিকোলন বসিয়ে বাড়ি ফিরতে হয় সেই সব পড়ুয়াদের। এদিকে নিজের দেশের প্রতিষ্ঠান থেকে সেই স্তব্ধ হয়ে যাওয়া পড়াশোনাকে চালিয়ে নিয়ে যেতে অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। সেই অনিশ্চিত ভবিষ্যতে আশার আলো দেখালো রাশিয়া। চেন্নাইয়ের এক অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ আদিভ জানিয়েছেন যেসব পড়ুয়া তাদের পড়াশোনা ছেড়ে ফিরে এসেছে ভারতে তাদের সুযোগ দিতে প্রস্তুত রাশিয়া।
মেডিক্যাল বিভাগে ইউক্রেন ও রাশিয়ার সিলেবাস প্রায় এক রকম। তাই এক্ষেত্রে পড়ুয়াদের বিশেষ সমস্যার মুখে পড়তে হবে না বলেই আশা করা হচ্ছে। এমনকি ইউক্রেনের বেশির ভাগ মানুষ কথা বলে রুশ ভাষায় তাই ভাষার দিক থেকেও বিশেষ অসুবিধা হবে না বলেই মনে করে রাশিয়া।
এদিকে কেন্দ্র সরকারের কড়া নিয়মের মধ্যেও কিছুটা ছাড় মিলেছে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের (Ukraine Students) । সরকারি সূত্রে খবর, ফিরে আসা পড়ুয়াদের মধ্যে যাদের শিক্ষাবর্ষ শেষ হওয়ার সাথে শংসাপত্র পাওয়ার কথা ছিল ৩০ জুন বা তার আগে তারা ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশন ( এফএমজিই) – এ পাবে বসার অনুমতি।