মৌপিয়া মাইতিঃ গণতান্ত্রিক স্বাধীন ভারতের ভোটের প্রথম ভোটার (IndianVoters) শ্যাম শরণ নেগী জীবনের শেষ ভোট দিয়ে কিছুদিন আগেই ইহলোক ছেড়ে চলে গেছেন। এরপরই উঠে এসেছে এমন আরও একটি তথ্য। দেশের প্রায় ২.৪৯ লক্ষ ভোটার রয়েছে যাদের বয়স ১০০ বছরের বেশি। এছাড়াও ১.৮০ কোটি ভোটার রয়েছে যাদের বয়স ৮০ বছরের বেশি।
প্রতি বছর স্পেশাল সামারি রিভিশন হয়, কিন্তু এই বছর নির্বাচন কমিশন একটি কার্যকলাপ শুরু করেছে। শহরের মানুষরা বিশেষ করে তরুণ ভোটাররা আরগার স্কেলের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটদানে অংশগ্রহণ করেন না সেইভাবে। তাই ভারতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন ভোটার রেজিস্ট্রেশন করার এবং দিল্লীর বাইরে সচেতনতা প্রচার করার। মূলত শহরের দিকের মানুষের ভোটদানে অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্য নিয়েই পুনে থেকে শুরু করে সারা দেশে এটি প্রচার করা হবে। ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশনের জাতীয় লঞ্চের জন্য “জ্ঞানের শহর” পুনেকে বেছে নেওয়া হয়েছে। এখান থেকেই বার্তাটি দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশনার রাজীব কুমার।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় পুনেতে ৪৯.৮৪% ভোটারের ভোট ছিল যা বারামতি লোকসভা কেন্দ্রের ভোটের তুলনায় কম। বারামতির ভোটার ছিল ৬১.৫৪%।মেট্রোপলিটন শহরের ভোটারদের মধ্যে ভোটগ্রহণের বিষয়ে উদাসীনতা থাকলেও আশা করা যাচ্ছে এই প্রচারের পর শহরগুলিও সম্পূর্ণভাবে ভোটদানে অংশ নেবে এবং গনতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করবে।