দেবস্মিতা দলুই: বাঙালির বারো মাসে তের পার্বণ। সারাবছর কোনও না কোনও উৎসব লেগেই আছে। আর উৎসব মানে সাজুগুজু তো থাকবেই। নিত্য নতুন ডিজাইনের গয়না সেই সাজুগুজুর অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন-
- ট্রেনিং নিয়ে উচ্চমাধ্যমিক পাশ দের সরকারি চাকরি
- বিভিন্ন সংস্থায় একাধিক পদে নিয়োগ , এখনই আবেদন করুন
- ব্রেকিং নিউজঃ ৮৩৫ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ, দেখে নিন একনজরে
- বিনামুল্যে নার্সিং শিখে সেনাবাহিনী তে চাকরির সুযোগ
কিন্তু মুশকিল হল কীভাবে গয়নার যত্ন করলে তা নতুনের মতই উজ্জ্বল থাকবে তার উত্তর অনেকেরই জানা নেই। সোনা, রূপো, হীরে , মুক্তো, পাথর, গোল্ড প্লেট বা অক্সিডাইজ – কোন গয়না কীভাবে যত্ন নেবেন তার বিস্তারিত তথ্য পাবেন এই প্রতিবেদনে।
সোনার গয়না:সোনার গয়না অতি যত্ন সহকারে ব্যবহার করা উচিত। অনেকদিন পুরনো হয়ে গেলে সোনার গয়নার উজ্জ্বলতা কমে যায়। তবে পালিশ করা ছাড়াও এই সমস্যা সমাধানের জন্য সোনার গয়নার মধ্যে সাদা টুথপেস্ট লাগিয়ে সেটিকে একটি পাত্রে জল ও ডিটারজেন্ট পাউডার মিশিয়ে কিছুক্ষণ রেখে টুথব্রাশ দিয়ে সাবধানে হালকাভাবে ঘষে নিতে হবে। এটি করলে সোনার গয়নার উচ্ছলতা পুনরায় ফিরে আসবে।
রুপোর গয়না :রুপোর গয়নার সঠিক যত্ন নেওয়ার জন্য প্রথমেই ভালো করে মুছে তার ওপর ট্যালকম পাউডার লাগাতে হবে এবং একটি শুকনো সুতির কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এর ফলে রুপোর গয়না দীর্ঘদিন ভালো থাকবে।
হীরের গয়না: হীরের গয়না পরিষ্কার পদ্ধতি খুবই সহজ। এর জন্য দরকার শুধুমাত্র একটি নতুন ব্রাশ ও টুথপেস্ট। ব্রাশে একটু টুথপেস্ট লাগিয়ে তা গয়নাতে দিয়ে আলতো হাতে ঘষে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি টিস্যুতে মুড়িয়ে রাখতে হবে।
মুক্তোর গয়না:মুক্তোর গয়নায় খুব বেশি ময়লা হলে তা জলে সামান্য সাবান মিশিয়ে নিয়ে পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে । অথবা প্রতিবার ব্যবহারের পর, নরম ও ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে যত্ন করে তুলে রাখতে হবে।
পাথরের গয়না:পাথর বসানো ও ভারী কুন্দন সেট গরম জলে নরম সুতির কাপড় ভিজিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারলে তা ঝকঝকে হয়ে উঠবে।
গোল্ড প্লেটের গয়না :সোনার দাম বেড়ে যাওয়ার কারণে বর্তমানে বিভিন্ন ইমিটেশন গয়না, সিটি গোল্ড এবং গোল্ড প্লেটের গয়নার ব্যবহার বাড়ছে। এই গয়না ব্যবহারের পর টিস্যু দিয়ে মুড়িয়ে যত্নসহকারে রাখতে হবে। কোনো কারণে উজ্জ্বলতা কমে গেলে তা দোকানে দিয়ে আবার রং করিয়েও নেওয়া যায়, ফলে তা আবার নতুনের মতো হয়ে ওঠে।
অ্যান্টিক মেটালের গয়না:এই ধরনের গয়না অনেকদিন ব্যবহার না করলে এর রং কালচে ভাব হয়ে যেতে পারে। এই জন্য এক টুকরো লেবু নিয়ে তা ভালো করে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে গয়না আবার আগের মতো উজ্জ্বল হবে।
অক্সিডাইজ্ড গয়না: বিভিন্ন ধরনের অক্সিডাইজড গয়না ব্যবহার করার সময় কিছু জিনিস খেয়াল রাখা উচিত। এই গয়না পরার সময় কোনোভাবে যেন পারফিউম বা কোন প্রসাধনীর সংস্পর্শে না আসে । আর এই ধরনের গয়না পরিষ্কার করার জন্য এতে মাজন লাগিয়ে গরম জলে ধুয়ে ফেলতে হবে, কিংবা বেকিং সোডার জলে ৩০ মিনিট পর্যন্ত এই জুয়েলারি গুলিকে ডুবিয়ে রাখতে হবে এবং তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে আপনার পছন্দের অক্সিডাইজ জুয়েলারিটি দীর্ঘদিন সুরক্ষিত এবং উজ্জ্বল থাকবে।
কাপড়ের গয়না:কাপড়ের গয়না ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, তা যেন কোনভাবে না ভিজে যায়; বা ভিজে গেলেও তা যেন হাওয়ায় শুকিয়ে তারপরেই সংরক্ষণ করে রাখা উচিত।
মাটির গয়না:বাতাস যাতে না ঢোকে এমন বাক্সে মাটির গয়না গুলিকে তুলো বা টিস্যুতে জড়িয়ে রাখা উচিত।
প্রসঙ্গত সোনা, রূপো, হীরে ও অন্যান্য মেটালের গয়না একই বক্সে না রাখাই ভালো। আলাদা আলাদা বাক্সে টিস্যুতে মুড়িয়ে রাখলে সেগুলি দীর্ঘদিন ভালো থাকবে।