ওয়েব ডেস্কঃ নিজের পছন্দের একটি বাড়ি তৈরীর স্বপ্ন কম বেশী সবার থাকে। অনেকেই সে স্বপ্ন পূরণ করেন। কিন্ত কেমন অবস্থা হয় যদি সেই স্বপ্নের বাড়ি মাত্র ২ বছরেই ভেঙে ফেলতে হয়!
এমনই সঙ্কটে পড়েন পাঞ্জাবের সুখবিন্দর সিং। ২০১৭ সালে বাড়ি নির্মাণের কাজ শুরু করে ২০১৯ সালে সম্পুর্ন হয় তাঁর প্রায় দেড় কোটির বাড়ি। কিন্তু দিল্লি-জম্মু-কাটরা এক্সপ্রেসওয়ের মাঝে পড়ে যায় তাঁর বাড়িটি। অনেকেই পয়ামর্শ দেন বাড়িটি ভেঙে ফেলে নতুন বাড়ি তৈরি করার। কিন্তু তাতে অনেক ক্ষতির আশঙ্কা করেন সুখবিন্দর। তাছাড়া তাঁর ভালোবাসার আশ্রয় কে ভাঙতেও নারাজ তিনি। অগত্যা বাড়িটি ৫০০ ফুট দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সুখবিন্দর। দেখুন সেই দোতলা বাড়ি স্থানান্তরের ভিডিও।
এক বন্ধুর সহযোগিতায় প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করে শুরু করেন কাজ। এই কাজের সঙ্গে যুক্ত মোহাম্মদ শহীদ জানান, তাঁর এই কাজের অভিজ্ঞতা থাকলেও মাত্র ৫ থেকে ১০ ফুট দূরত্বে বাড়ি তাঁরা সরিয়ে থাকে। তবে তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ