তিয়াশা ভক্তাঃ আফ্রিকার গম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যু নিয়ে বেশ চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে সারা বিশ্ব জুড়ে। এবার সেই মৃত্যুর কারণের সন্দেহের তালিকায় ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যাল (Maiden Pharmaceuticals)।
আফ্রিকার গাম্বিয়ায় কিডনি সংক্রান্ত সমস্যা ও ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে মেইডেন ফার্মাসিউটিক্যাল এর তৈরি চারটি সিরাপের যোগাযোগ আছে বলে মনে করছে WHO। ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যাল এর তৈরি চারটি কাফ সিরাপের ওপর জারি হল সতর্কতা।
সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এখন তদন্ত চলছে ভারতীয় কোম্পানি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের উপর। তেইশটি সিরাপের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখানে এই চারটিতেই অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথালিন গ্লাইকল ও ইথালিন গ্লাইকল পাওয়া গেছে বলে জানা যায়। এই সিরাপ আরও অনেক দেশে রপ্তানি হয়েছে বলে আশঙ্কা করছে WHO। তবে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে ওই ওষুধ কেবলমাত্র গম্বিয়াতেই পাঠানো হয়েছিল।
প্রাথমিক তদন্তের পর জানা যায় যে হরিয়ানার মেইডেন ফার্মাসিউটিক্যাল ড্রাগস কন্ট্রোলার দ্বারা একটি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। ডব্লিএইচও জানিয়েছে আরও পরীক্ষা নিরীক্ষার পর এর একটি শংসা পত্র ভারতের সাথে ভাগ করে নেবে। তবে মৃত্যুর সাথে এই ওষুধের সরাসরি কোনো যোগাযোগ আছে কিনা তা এখনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ