ওয়েব ডেস্কঃ সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত শেয়ার হচ্ছে নানা রকম ভিডিও। হাসি মজার ভিডিওর মাঝেও এমন কিছু ক্লিপ থাকে যা প্রায়শই নেটিজেন দের অবাক করে। এবার তেমন ই এক ভিডিও তে একটি ঈগল কে, এক বিশালাকার পাহাড়ি ছাগল শিকার করতে দেখা যাচ্ছে।
ঈগল সাধারণত খুব উঁচুতে ওড়ে এবং কয়েক মাইল দেখতে পায়। ফলে মাটিতে ঘুরে বেড়ানো কোন শিকার কে দেখতে কোন সমস্যা হয় না। এদের থাবার প্রতি বর্গ ইঞ্চি প্রায় 750 পাউন্ড শক্তিশালী । এইরকম একটি শক্তিশালী পাখি একটি পাহাড়ী ছাগলকে ধরতে ঝাঁপিয়ে পড়ে। আর সেই শিকারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দুটি পাহাড়ি ছাগল কে দেখা যাচ্ছে, কিন্ত এই হিংস্র ঈগলের কাছে তারা অসহায়। ঈগলের কবলে পড়া ছাগল টি নিজেকে ছারিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। ৫৭ সেকেন্ড ধরে চলে এই যুদ্ধ। যে কোন মুহূর্তেই ছাগল টি কে উড়িয়ে নিয়ে যাবে বলে মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত খাদে গড়িয়ে পড়ে এবং ঈগল টিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। মুক্ত ছাগল অবশেষে দৌড় দেয় তার গন্তব্যে।
প্রানভয়ে হাল ছেড়ে না দিয়ে নিরীহ পশুর এই লড়াই মুগ্ধ করেছে দর্শক দের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ