অধ্যায় সাহাঃ বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আজ ঠিক সকাল ১০.৪৫ এ বাংলা পেল নতুন রাজ্যপাল (Governor of WB)। গভর্নর জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ায় মণিপুরের গভর্নর লা.গনেশনকে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। এবার স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। আজ নতুন রাজ্যপাল (Governor of WB) সি.ভি আনন্দ বসু (Dr CV Ananda Bose) কে শপথ বাক্যপাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
রাজভবনে শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী,পুরমন্ত্রী ফিরহাদ হাকিম,বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়,বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্যরা ।
গাছ লাগিয়েই ওয়ার্ল্ড রেকর্ড! দেখুন ভাইরাল ভিডিও
তবে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে বিতর্ক শুরুর আগেই তিনি যে অনুষ্ঠানে থাকছেন না তা এক টুইট বার্তায় জানিয়ে দেন। অনুষ্ঠানের আসনবিন্যাস নিয়ে আপত্তি তোলেন তিনি৷ তবে একইসঙ্গে তিনি এও জানিয়েছেন পরে রাজভবনে গিয়ে রাজ্যপালের (Governor of WB) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসবেন।
প্রসঙ্গত, রাজ্যপাল (Governor of WB) হিসাবে নবনিযুক্ত 22 তম স্থায়ী রাজ্যপাল সি.ভি আনন্দ বসু হলেন একজন অবসরপ্রাপ্ত ১৯৭৭ এর আই এ এস অফিসার। ব্যাঙ্ককর্মী হিসেবে কেরিয়ার শুরু হলেও আই এ এস হওয়ার পর কেন্দ্র ও রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। অ্যাট্মিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান , ইউরোপের কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ এমনকি জেনেভা ও ফ্রান্সেও ভারতের প্রতিনিধিত্ব করে রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। সাফল্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করে বহুবার আলোকিত করেছেন দেশের নাম। মূলত তাঁর উদ্যোগেই চার বার “গ্লোবাল বেস্ট প্র্যাক্টিস” হিসাবে জাতিসংঘ দ্বারা নির্বাচিত হয়েছে ভারত।
কেরিয়ারের পাশাপাশি কবিতা, সাহিত্য, প্রবন্ধেও তিনি সমান পারদর্শী। এহেন প্রথিতযশা ব্যক্তির “রাজ্যপাল” (Governor of WB) হিসাবে বাংলায় অভিষেক বাঙালির জন্য বেশ গর্বের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।