মৌপিয়া মাইতিঃ অবসর সময়ে বা ছুটির দিনে বক্স অফিসে ভিড় করার দৃশ্য সারা বিশ্বেই কমন। কিন্তু প্রায় তিন দশক এই কমন বিনোদন থেকে বঞ্চিত ছিলেন কাশ্মীরের মানুষজন। কারণ ছিল সন্ত্রাস এর আধিপত্য। ৩১ ডিসেম্বর, ১৯৯০ সালে সন্ত্রাসবাদের প্রবল বিস্তারের ফলে নিরাপত্তার কারণে ভূসর্গের সমস্ত সিনেমা হল বন্ধ কর দেওয়া হয়েছিল। আজ থেকে উপত্যকার মানুষরা আবার বক্স অফিসে সিনেমা দেখার আনন্দ ফিরে পেতে চলেছেন।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আজ শ্রীনগরে কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন।মাল্টিপ্লেক্সটি স্থায়ীভাবে চালু করা হবে এবং গোটা দেশের মানুষের মত তারাও লেটেস্ট যেসব মুভি রিলিজ হবে তা উপভোগ করতে পারবেন। শিশুদের দেখার জন্যও নানা চলচ্চিত্র দেখানো হবে।
জানা গেছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’-এর বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে মাল্টিপ্লেক্সটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। আইনক্সের এই মাল্টিপ্লেক্সে মোট ৫২০ টি আসনের তিনটি মুভি থিয়েটার রয়েছে । লেটেস্ট সাউন্ড সিস্টেম সহ ফুড কোর্টও থাকছে। এছাড়াও বাচ্চাদের জন্য অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে মাল্টিপ্লেক্সের মধ্যে।
Jammu & Kashmir | Multiplex | Inox | Lal Singh Chaddha | Srinagar
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ