স্নিগ্ধা হালদারঃ হাসপাতালের OPD রেজিস্ট্রেশনের জন্য আর দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না জনসাধারন কে। দিল্লির দুই হাসপাতাল লেডি হার্ডডিঙ্গ মেডিক্যাল কলেজ (LHMC) এবং শ্রীমতী সুচেতা কৃপালিনী হাসপাতাল চালু করল এক অভিনব পরিষেবা।
ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) হাসপাতালের নতুন OPD ব্লকে QR কোড ভিত্তিক দ্রুত OPD রেজিস্ট্রেশন পরিষেবা চালু করেছে। এর অধীনে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) ডিজিটাল মিশন ও সংযুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ২৭শে সেপ্টেম্বর সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করেছিলেন। দেশের সমস্ত মানুষের কাছে হাসপাতাল পরিষেবা পৌঁছে দেওয়া এবং মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রেকর্ড রাখায় ছিল এর মূল উদ্দেশ্য। আর এই QR কোড পরিষেবা এই উদ্দ্যেশ্যকে আরও একধাপ মানুষের কাছে পৌঁছে দিল।
স্বাস্থ্য মন্ত্রকের থেকে জানানো হয়েছে যে এই পরিষেবার মাধ্যমে পুরনো ও নতুন রোগীদের তাদের মোবাইল ফোনের ক্যামেরা, qr কোড স্ক্যানার, ABHA অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপ, এছাড়া যে কোনো ABDM অ্যাপ এর মাধ্যমে একটি বিশেষ qr কোড স্ক্যান করতে হবে। এরপর সেটি একটি নতুন লিংকে নিয়ে যাবে সেখানে নিজের নাম, বয়স, লিঙ্গ, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিতে হবে।এরপর হাসপাতাল একটি বিশেষ টোকেন নম্বর দেবে, যা রোগীর ফোনেও নোটিফিকেশন আসবে।ওই টোকেন নম্বরটি হাসপাতালের OPD রেজিস্ট্রেশন কাউন্টারে দেখা যাবে। তারপর রোগী সরাসরি OPD রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে নিজের টোকেন নম্বর দেখিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পাবে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ