সন্তু সামন্তঃ মাঝে মাত্র ৯ মাস। যদিও তার আগেই প্রায় ৭৩ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে VLC মিডিয়া প্লেয়ার (VLC Media Player)। এমনকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও বহু নেট নাগরিক ডাউনলোড করে নিয়েছেন অত্যন্ত জনপ্রিয় এই সফটওয়্যার।
কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে কিছুদিন আগেই VLC মিডিয়া প্লেয়ার এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে ভারতে আর উপলব্ধ ছিল না VLC মিডিয়া প্লেয়ার। ডাউনলোড এর কোনও সুযোগ ছিল না ভারতীয়দের কাছে। স্বাভাবিক ভাবেই VLC মিডিয়া প্লেয়ার এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকে। এমনকি এই সমস্যার দ্রুত সমাধান যাতে হয় তার জন্য ভার্চুয়াল শুনানিরও আবেদন করা হয়েছিল।
সম্প্রতি, কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে VLC মিডিয়া প্লেয়ারের উপর থেকে ব্যান (Indian government lifts ban on VLC media player) তুলে নেওয়া হয়েছে। কিন্তু কী কারণে এই মিডিয়া প্লেয়ার ব্যান করা হয়েছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (IFF) অফ ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল এর এক টুইট বার্তায় জানানো হয়, তারা আইনি সহায়তা প্রদান করেছে VLC মিডিয়া প্লেয়ার কে।
প্রসঙ্গত, প্রতি বছর শুধুমাত্র ভারতেই প্রায় ২৫ মিলিয়ন বার ডাউনলোড হয় এই মিডিয়া প্লেয়ার। কিন্তু নিষেধাজ্ঞা জারির পর পর যে সমস্ত ইউজাররা VLC মিডিয়া প্লেয়ার ডাউনলোড এর চেষ্টা করেছিলেন তাদের 404 ত্রুটি দেখানো হচ্ছিল। ভারতের কোনও প্রান্ত থেকেই ডাউনলোড করা যাচ্ছিল না। তাহলে কি চিরতরে বন্ধ হয়ে গেল এই পরিষেবা ?- এমন প্রশ্নও ঘুরতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার কেন্দ্রের তরফে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ডাউনলোড করা যাচ্ছে VideoLan এর VLC মিডিয়া প্লেয়ার। স্বভাবতই খুশি নেট নাগরিক।