সন্তু সামন্তঃ দিল্লির পর এবার পাঞ্জাব। গতসপ্তাহে বুধ ও শনিবার ভোররাতে দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। আজকের ভোররাতে ভূমিকম্প হল এবার পাঞ্জাবে (Punjab earthquake)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির গ্রাফ অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।
আজ ভোর ৩ টে ৪২ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় পাঞ্জাবের অমৃতসরে। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১২০ কিমি গভীরে। বহু মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বিগত এক সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকার মানুষজন।
বেশিরভাগ ক্ষেত্রেই রাতের দিকে কম্পন অনুভূত হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, আজকের ভোররাতে ভূমিকম্পের কারণে পাঞ্জাবে কোনও মৃত্যুর খবর নেই।
প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার ভোররাতে দিল্লি ও সংলগ্ন উত্তর প্রদেশ, হরিয়ানা, বিহার সহ একাধিক রাজ্যে কম্পন (Punjab earthquake) অনুভূত হয়। যার মাত্রা অনেকটাই ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। পরে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। নেপালে মারা গিয়েছিলেন ৬ জন।
বুধবারের আতঙ্কের রেশ ফুরোতে না ফুরোতেই ফের শনিবার রাত ৮ টা নাগাদ ভূকম্প অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। একে তো পরিবেশ দূষণের জেরে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লির। তার ওপর ভূমিকম্প। স্বাভাবিক ভাবেই আতঙ্কের ছাপ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।