ওয়েব ডেস্কঃ ফের পাকিস্তান থেকে হামলার হুমকি । মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসআপ নম্বরে আসে হুমকি বার্তা । ২৬/১১ এর ধাঁচে মুম্বই শহরে হামলা চালানো হবে সতর্ক করা হয়েছে ওই বার্তায়। আজ শনিবার পুলিশ সূত্রে এই ঘটনা জানা যায়।
ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। হুমকি বার্তা অনুযায়ী ৬ জনের জঙ্গি দল ভারতে এই হামলা চালাবে। সতর্কতা জারি করা হয়েছে নিরাপত্তা সংস্থা গুলির পক্ষ থেকে।
বৃহস্পতিবার রায়গড় জেলার হরিহরেশ্বর সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় একে 47 রাইফেল, বন্দুক এবং গোলাবারুদ সহ একটি নৌকা। নৌকা উদ্ধারের পর মহারাষ্ট্র পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, 26 নভেম্বর, 2008-এ, পাকিস্তান থেকে 10 জন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসবাদী সমুদ্রপথে এসে গুলি চালায়, মুম্বাইতে 18 জন নিরাপত্তা কর্মী সহ কয়েকশ লোককে হত্যা করে এবং বেশ কয়েকজনকে আহত করে। দেশের কমান্ড বাহিনীর হাতে নয়জন সন্ত্রাসী নিহত হয়। একমাত্র আজমল কাসাব কেই জীবিত ধরা হয়। চার বছর পর ২১ নভেম্বর, 2012 তে তাকে ফাঁসি দেওয়া হয়।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ