সুদীপ ঘোষঃ কলকাতার দুর্গাপুজোর শোভা যাত্রা উপস্থিত থাকতে চলেছে ইউনিস্কোর (UNESCO) প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এবছর দুর্গাপুজো শুরু হবে এক মাস আগে। গত বছর ইউনিস্কোর তরফে বিশেষ সম্মান দেওয়া হয়েছে বাঙালির বড় উৎসব দুর্গোৎসবকে।
ইউনিস্কো কলকাতার দুর্গোৎসবকে “ইনট্যানজিবিল কালচারাল হেরিটেজ” সম্মানে ভূষিত করেছে। ভারত থেকে ১৪তম বিষয় হিসাবে কলকাতার প্রাণের পুজো পেয়েছে এই বিশ্ব সাংস্কৃতিক সম্মান। আগের বছর এই সম্মান পাওয়ার পরই খুশিতে ভরে উঠে কলকাতা সহ রাজ্যের বাঙালির প্রাণ। তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এইবছর দুর্গোৎসব এক মাস আগে শুরু হবে। ঠিক এক মাস আগে কলকাতা জুড়ে হবে বিরাট শোভা যাত্রা।
এবছর পুজোর ষষ্ঠী শুরু হচ্ছে ১ অক্টোবর। তারই এক মাস আগে ১ সেপ্টেম্বর কলকাতার রাজপথে হতে চলেছে বিরাট রঙিন শোভাযাত্রা । এই শোভা যাত্রায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হচ্ছে দেশ- বিদেশের গুণী ও খ্যাতনামা ব্যক্তি ও সংস্থাকে। এই সূত্রেই এই বড় উৎসবকে সম্মানিত করা ইউনিষ্কো সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এই আমন্ত্রণের উত্তরে ঐ সংস্থার ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ডাইরেক্ট এরিক ফল্ট রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী কে ১লা সেপ্টেম্বর উপস্থিত থাকার কথা জানিয়েছেন।
আরও পড়ুনঃ পাঁচটি সংস্থায় বিভিন্ন পদে চাকরির সুযোগ
দুর্গা পুজো বাঙালির আবেগ ও বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী পুজো কমিটি গুলিকে সরকারি আর্থিক সুবিধা ও বিসর্জন কার্নিভাল অনুষ্ঠান করেন প্রতিবছর। বিশ্ব মঞ্চে সম্মানিত হওয়ার পর এবছর রাজ্য সরকারের তরফে একাধিক অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটাই শুরু হতে চলেছে এক মাস আগে ১লা সেপ্টেম্বর দুর্গাপুজোর শোভাযাত্রা দিয়ে। এই অনুষ্ঠানকে নিয়েই পারদ চড়ছে কলকাতার বুকে। আগমনী হাওয়া, কাশফুল ও সাদা মেঘের ভেলাতেই এক মাস আগে শুরু হতে চলেছে বাঙালির প্রাণের পুজো। তাই নিয়েই চলছে জোর গুঞ্জন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ