সুদীপ ঘোষঃ এবার কলকাতা মেট্রোতে চা ও কফির স্টল। যাত্রীদের জন্য আবার চমক নিয়ে এল কলকাতা মেট্রো রেল অথোরিটি। এবার মেট্রো স্টেশনে বসল টি স্টল (Tea Kiosk at Metro)। কলকাতা মেট্রো রেলের ময়দান স্টেশনে (MaidanStation) উদ্বোধন হল চা ও কফির কিয়স্ক। মেট্রোর জন্য অপেক্ষা করার ফাঁকে যাত্রীরা এবার চা বা কফিতে চুমুক দিতে পারবে।
একঘেয়েমি কাটিয়ে মেট্রো স্টেশনে চা বা কফি খেতে খেতে জমতেও পারে বাঙালির প্রিয় আড্ডা। যাত্রীদের সুবিধার্থে এই স্টলে শুধু চা-কফি নয়, সঙ্গে থাকছে সফট ড্রিংকস, বিস্কুট সহ একাধিক শুকনো খাবারের সম্ভার। একের পর এক সব মেট্রো স্টেশনেই এই চা বা কফির স্টল বসবে। এতে যেমন যাত্রীদের সুবিধা হবে, তেমনই আয় বাড়বে দেশের প্রথম মেট্রো রেল অথোরিটির। কলকাতার জীবন রেখা এই মেট্রোতে নতুন ও আধুনিক পরিষেবা খুশি মেট্রোর নিত্য যাত্রীরা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ