ওয়েব ডেস্কঃ বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট (Ranveer Singh Nude Photoshoot) নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর ট্রোলিং তো ছিলই, এবার এফ আই আর দায়ের হল তাঁর নামে।
মুম্বাই এর চেম্বুর থানায় অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফ আই আর। জানা গেছে, তাঁর বিরুদ্ধে IPC-র 509, 292, 294 এবং IT আইনের 67A ধারায় মামলা দায়ের করা হয়েছে। ললিত শ্যাম নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ, রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট এর ফলে মহিলাদের অনুভূতিতে আঘাত লেগেছে। টুইটার, ইনস্টাগ্রাম সহ যেখানে যেখানে এই ছবি আছে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত। অভিযোগকারী আইনজীবীর মতে, তাঁর নামে যে ধারায় অভিযোগ রয়েছে তাতে করে দোষী সাব্যস্ত হলে তাঁর ৫ বছর পর্যন্ত জেল হতে পারে।
প্রসঙ্গত, একটি ম্যাগাজিনের জন্য অভিনেতা এই ফটোশুট (Ranveer Singh Nude Photoshoot) করেছিলেন। এই ফোটো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে একাধারে যেমন মিম তৈরি হয়, তেমনি এর বিরুদ্ধে অভিনেতাকে ট্রোলিং এর ও শিকার হতে হয়। জানা গেছে এই ফটোশুটে তাঁর সবচেয়ে বড় সমর্থক তাঁর স্ত্রী দীপিকা।
সোশ্যাল মিডিয়ায় মিম বা ট্রোলিং পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পুলিশে অভিযোগ দায়ের হওয়ায় বিষয়টির গুরুত্ব অন্য মাত্রা পেয়েছে। পুলিশি তদন্তের পাশাপাশি এই বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে, এমনটাই অভিমত আইনজীবীদের। নগ্ন ফটোশুট এর জন্য তাঁর শাস্তি হয় কিনা এটাই এখন নেট নাগরিকদের কাছে লাখ টাকার প্রশ্ন।