সুদীপ ঘোষঃ শুরুর আগেই স্বপ্ন ভঙ্গ হল ভারতীয় ক্রীড়া মহলের। অসুস্থতার কারণে কমনওয়েলথ গেমস ২০২২ থেকে ছিটকে গেলেন সোনার ছেলে নিরাজ চোপড়া (Neeraj Chopra)।
কুচকিতে আহত হওয়ার কারণে আসন্ন কমনওয়েলথ গেমসে অংশ গ্রহণ করত পারবেন না পদক জয়ের অন্যতম দাবিবার জাভলিন থ্রোর গোল্ডেন বয়। সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রুপোর পদকে লক্ষ্যভেদ করেন বর্শার বান্দা। সেই ফাইনালেই কুচকিতে চোট পান টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট। তারপর এম.আর.আই- তে ইনজুরি ধরা পড়ে। চিকিৎসকরা ১মাস বিশ্রামের পরামর্শ দেন । নিরাজ চোপড়ার ছিটকে যাওয়ার খবর আসতেই কমনওয়েলথ গেমসে স্বপ্ন ভেঙে যায় ভারতীয় ক্রীড়া জগতে।
প্রসঙ্গত, আগামী ২৮শে জুলাই থেকে ইংল্যান্ডের ব্রামিংহামে অনুষ্ঠিত হতে চলেছে ২২তম কমনওয়েলথ গেমস। সেই গেমসে ভারতের পদক জয়ের সুযোগ কমে গেল নিরাজের অংশগ্রহণ না করার খবরে। ঘরের ছেলের চোট ও ছিটকে যাওয়ার খবর প্রকাশ পেতেই মন খারাপ হরিয়ানার পানিপথে। সোশ্যাল মিডিয়াতেও তার ছিটকে যাওয়ার খবরে শুরু হয়েছে হতাশার বার্তা
(Neeraj Chopra to miss Commonwealth Games 2022 due to injury)