সুদীপ ঘোষঃ রাজ্যের প্রথম নগরবন (NagarBan) গড়ে উঠতে চলেছে মন্দির নগরী বিষ্ণুপুরে (Bishnupur)। বাঁকুড়ার ঐতিহাসিক শহর বিষ্ণুপুরের প্রাণ কেন্দ্রে লালগড় পার্কের ১০ হেক্টর জমিতে গড়ে উঠতে চলেছে এই শহুরে জঙ্গল।
কেন্দ্র সরকারের “আজাদী কি অমৃত মহোৎসব” কর্মসূচির অধীনে রাজ্য সরকারের সহযোগিতায় হেরিয়ালি মহোৎসবের মাধ্যমে মল্লরাজাদের মল্লভূমে গড়ে উঠছে এই কৃত্রিম বন।
পাঞ্চেত বনবিভাগের অধীনে গড়ে উঠতে চলা এই আধুনিক বনভূমিতে মোট ১০ টি ব্লকে স্মৃতি বন, নক্ষত্রবন, ফলবন, ঔষুধি বন সহ মোট ১০টি ফরেস্ট ব্লক গড়ে উঠবে। লালমাটির দেশ বাঁকুড়াতে সারাবছরই লেগে থাকে পর্যটকদের (Visitors) আনাগোনা, আর এই নগরবন গড়ে উঠলে পর্যটকদের কাছে আরও আকর্ষণ বাড়বে। এই নগরবনের উদ্বোধনের দিন বনবিভাগের কর্তারা, স্থানীয় বিধায়ক, মহকুমা শাসক, জেলাশাসক , স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ নিজেদের হাতে বৃক্ষরোপণ করেন। রাজ্য সরকারের চলতি বনমহোৎসব কর্মসূচিও এই নগরবনে কাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ধ্রুপদ সঙ্গীতের শহরের মাঝে এই বনভূমি তরুণ প্রেমিক- প্রেমিকা থেকে সবুজ প্রেমী আবাল- বৃদ্ধ সবার জন্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে। প্রাচীন টেরাকোটা মন্দিরের মাঝে এই নগরবনে সবুজ ও স্নিগ্ধতার স্বাদ পাবে বালুচরির শহরের জনগন ও পর্যটকরা।