সন্তু সামন্তঃ একেবারে ধামাকাদার অফার। মাত্র ২০৪ টাকা খরচ করেই এবার বাড়ি নিয়ে আসতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন “Jio Phone Next”। ফোনের স্পেসিফিকেশান যে ভালো হবে সে বিষয়ে অনেকটা নিশ্চিত হতেই পারেন। কারণ এই ফোনটি গুগল এবং জিও যৌথউদ্যোগে তৈরি করেছে।
তাহলে দাম জানার আগে জেনে নেওয়া যাক কি কি স্পেসিফিকেশান পাবেন এই ফোনে –
১) ডিসপ্লে – ডিসপ্লে সাইজ 5.45 ইঞ্চি। আর রেজলিউশান পাবেন 720 x 1440।করনিং গরিলা গ্লাস ৩ দেওয়া রয়েছে এই ফোনে। আর স্পেশাল ফিচার হল – কভার গ্লাসে এ আছে অ্যান্টি ফিঙ্গারিং কোটিং।
২) ক্যামেরা – নাইট মোড, টাইমার সেটিং সহ ১৩ এম পি রিয়ার ক্যামেরা এবং ৮ এম পি ফ্রন্ট ক্যামেরা রয়েছে Jio Phone Next এ। ফ্রন্ট এবং রিয়ার দুটি ক্ষেত্রেই 1080p @30fps এ ভিডিও রেকর্ডিং এর অপশান পাওয়া যাবে।
৩) ব্যাটারি – ৩৫০০ এম এ এইচ এর রিমুভেবল ব্যাটারি
৪) প্রসেসর – Qualcomm Snapdragon QM215
৫) মেমরি – ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ আছে। তবে এস ডি কার্ড এর সাহায্যে ফোনের এক্সট্রা মেমরি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে
৬) সিম কার্ড – দুটি ৪ জি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তবে মোবাইল ডেটা কেবলমাত্র জিও সিমেই উপলব্ধ।
৭) কানেক্টিভিটি – ওয়াই ফাই, ব্লুটুথ এর সাপোর্ট তো আছেই। পাশাপাশি ও টি জি ও ব্যবহার করতে পারবেন এই ফোনে।
এতকিছু ফিচার আপনি অ্যামাজনে পেয়ে যাবেন কেবলমাত্র ২০৪ টাকার মাসিক ইন্সটলমেন্টে। এই ফোনটিতে নো কস্ট ই এম আই এর অপশান ও আপনি অ্যামাজনে পাবেন। ৪১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ছাড়াও এস বি আই কার্ডে (SBI Credit Card NON-EMI) কিনলে অতিরিক্ত ১০% ছাড় (১০০০ টাকা পর্যন্ত) পাওয়া যাবে।
অ্যামাজনে এই মুহূর্তে ফোনটির দাম ৪৩৪০ টাকা । আর আপনি যদি সরাসরি জিও স্টোর বা জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়ার কথা ভাবেন তাহলে আপনার খরচ হবে ৪৪৯৯ টাকা।