সন্তু সামন্তঃ আজ দুপুরে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু মনোনয়ন জমা দেন। মোট ৪ টি মনোনয়ন জমা দেওয়া হয়েছে তার পক্ষে। মনোনয়ন জমা দেওয়ার পরপরই ফোন করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ
- চার বছর পর অগ্নিবীর দের কি হবে দেখুন সরকারি ঘোষণা
- সম্পূর্ণ ফ্রি তে পুলিশের ইন্টারভিউ প্রস্তুতি
- একসাথে ৫ টি সংস্থায় চাকরির খোঁজ
- কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
- সিভিল সার্ভিস এর প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত হল
সূত্রের খবর, দু’জনের কাছেই সমর্থন চেয়ে তিনি ফোন করেছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রবীণ রাজনৈতিক নেতা যসবন্ত সিনহার নাম বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়ে গিয়েছে। তাই বাস্তবতার দিক থেকে বিচার করলে দ্রৌপদী মুর্মু কে সমর্থন করা সম্ভব নয় তৃণমূল সুপ্রিমো বা কংগ্রেস সভানেত্রীর পক্ষে। তবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর বিরোধী শিবিরকে ফোন এককথায় রাজনৈতিক সৌজন্য বলা যেতে পারে।