সুদীপ ঘোষঃ দেশের যুবক- যুবতীদের জন্য সুখবর দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোটার কার্ডের (VoterCard) জন্য আর ১৮ বছরের অপেক্ষা নয়, এবার ১৭ বছর থেকেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন দেশের তরুণ- তরুণীরা।
অভিনব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশের নির্বাচন কমিশনের প্রধান রাজিব কুমার। আগামী বছর ১লা জানুয়ারি, ১লা এপ্রিল, ১লা জুলাই ও ১লা অক্টোবর যারা ১৮ বছর পূর্ণ করতে চলেছেন তারা এবছরই আগাম এপিক কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আগাম আবেদন করার ফলে ঐ আবেদনকারী যুবক-যুবতীরা তাদের ১৮ বছর বয়স পূর্ণ হলেই তাদের ভোট দানের অধিকার হিসাবে ভোটার কার্ড হাতে পাবেন।
এতো দিন ১৮বছর পূর্ণ হওয়ার পর আবেদন করতে হত। এতে অনেক সময়, সময়ের মারপ্যাঁচে ভোট কার্ড হাতে পাওয়ার আগেই ভোট পর্ব পেরিয়ে যেত। এতে নিজেদের সংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত হত দেশের তাজা যুব সম্প্রদায়ের এক অংশ। দেশের কোন প্রাপ্ত বয়স্ক তাদের গণতান্ত্রিক অধিকারের স্বাদ থেকে যাতে বঞ্চিত না হয় তাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের নির্বাচন কমিশন।