ওয়েব ডেস্কঃ ১৯৮৩ সালে আজকের দিনেই প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ভারত। লর্ডস এর মাঠে ফাইনালে ভিভিয়ান রিচার্ডস, ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শালদের মতো সব সুপারস্টারদের (ওয়েস্ট ইন্ডিজ এর ক্রিকেটার ) ৪৩ রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত।
আরও পড়ুনঃ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ সরকারি দপ্তরে
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- চার বছর পর অগ্নিবীর দের কি হবে দেখুন সরকারি ঘোষণা
- সম্পূর্ণ ফ্রি তে পুলিশের ইন্টারভিউ প্রস্তুতি
বস্তুত আগের ২ বারের বিশ্বকাপে ইংল্যন্ডের মাঠে ভারতীয়দের পারফরম্যান্স তেমন কিছু আহামরি ছিল না, বরং বলা ভালো একদমই ভালো ছিল না। তাই ৮৩’র বিশ্বকাপে ইংল্যন্ডের মাঠেই খেলা হওয়ায় ভারতকে নিয়ে অতিবড় সমর্থক ও সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে এই আশাটুকুও করেননি।
সেই সময় খেলা হত ৬০ ওভারের। ওয়েস্টইন্ডিজ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ৫৪.৪ ওভারে ভারতের রান হয় ১৮৩। অপরদিকে ৫৩ ওভারে ১৪০ রান করে ধরাশায়ী হয় ওয়েস্টইন্ডিজ। অধিনায়ক কপিলদেবের হাত ধরে বিশ্বকাপের স্বাদ পায় ভারত। এরপর ধোনির অধিনায়কত্বে ২০১১ সালে আবার বিশ্বকাপ জয় করে ভারত।তবে প্রথম বিশ্বকাপ জয়ের গর্ব এখনও আপামর ভারতবাসীকে গর্বিত করে।