সঞ্জয় বৈরাগীঃ কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে প্রায় ৪ গুণ বড় মন্দিরের উদ্বোধন হতে চলেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে । “মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের” (Mahakal Corridor) নতুন করিডরের প্রথম ধাপের কাজ শেষ।
সুত্রের খবর অনুযায়ী ৪৭ হেক্টর আয়তনের এই মন্দিরের কাজ দুটি ধাপে করা হচ্ছে । মধ্যপ্রদেশের, এই মহাকাল করিডোরের প্রথম ধাপের কাজ সু-সম্পন্ন করতে খরচ হয়েছে আনুমানিক ৩৫০ কোটি টাকা। তবে,এই মন্দিরের সম্পূর্ণ নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা।
প্রসঙ্গত, পূর্ণার্থী দের কথা মাথায় রেখে এই মন্দির চত্বরটিকে অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ৯০০মিটার লম্বা এই করিডরটিতে থাকবে অগণিত স্থাপত্য, থিম পার্ক, ই-ট্রান্সস্পোর্ট এর পরিষেবা, হেরিটেজ মল ও ইন্টারনেট পরিষেবা।
সরকারি তথ্য অনুযায়ী,এর পরবর্তীকালে অর্থাৎ দ্বিতীয় ধাপে একটি ধর্মশালা, ২১০ মিটার লম্বা ঝুলন্ত সেতু,একটি রেলওয়ে আন্ডারপাস ও লাইটশো এর ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে।তবে এই পর্যায়ের কাজ শেষ হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগার কথা।
উল্লেখ্য,মহাকাল করিডর পরিদর্শন করার পর শিবরাজ সিং চৌহান বলেছেন যে প্রধানমন্ত্রী ১১ই অক্টোবর মহাকাল করিডর উদ্বোধন করবেন।
Work for the Mahakal Corridor completed, to be launched by PM Modi on October 11 | Ujjain, MP
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ