সুদীপ ঘোষঃ মহালয়ার পূর্ণ তিথিতে দেবীপক্ষের সূচনায় মা দুর্গার চক্ষুদানই দুর্গাপুজোর রীতি। কিন্তু জানেন কি মহালয়ার দিনই দুর্গা পুজো হয় বাংলার কোথায়? সে আবার শুধু দুর্গাপুজো শুরু নয়, মহালয়ার দিনই একই দিনে মা দুর্গার ষষ্ঠী থেকে দশমী পুজো হয় এই বাংলার বুকে।
পশ্চিম বর্ধমান জেলার হিরাপুরের ধেনুয়াতে দামোদর নদীর তীরে মহালয়ার দিনই পুজিত হন মহামায়া। বর্ষার শেষে শান্ত দামোদর নদীর চরে সাদা কাশফুল আর আকাশে সাদা মেঘের ভেলার অপরূপ সুন্দর পরিবেশের মাঝে এই মহামায়া দুর্গা মন্দির (Mahamaya temple)। কলিকৃষ্ণ মহামায়া যোগ আশ্রমের এই মন্দিরে দেবী দশভূজা পুজিত হন ব্যতিক্রমী রীতিতে। এখানে মা পার্বতীর পুজো হয় মহালয়ার দিনই। সারা রাজ্য জুড়ে যখন মহালয়ার দিন থেকে দুর্গা পুজোর আয়োজন ও উদ্বোধন চরমে তখন এখানে মহালয়ার দিনই ষষ্ঠীর পুজো শুরু আর ঐ দিনই বিজয়া দশমী।
মহালয়ার কাক ভোরে মায়ের বোধন, নবপত্রিকা স্নান ও ঘট স্থাপন দিয়ে দুর্গা পুজোর শুরু হয়। সারাদিন ধরে একের পর এক সপ্তমী, অষ্টমী, সন্ধিপুজো, নবমী ও দশমীর পুজো হয়। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এই পুজো। এই দুর্গাপ্রতিমার রূপও ব্যতিক্রমী। এখানে মা গৌরী মহিষাসুরমর্দিনী নন, এখানে তিনি স্নিন্ধ রূপে পুজো পান । দেবীর সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর ছাড়াও থাকে তার দুই সখী জয়া ও বিজয়া।
১৯৭৮ সালে ঐ আশ্রমের মহারাজ তেজানন্দ স্বামী এই ব্যতিক্রমী পুজোর প্রচলন করেন। এই একদিনের জগদ্ধাত্রী পুজোর ন্যায় দুর্গা পুজো তাও আবার মহালয়ার দিন পুজো নিয়ে চরম উন্মাদনা থাকে স্থানীয় এলাকাজুড়ে। সকাল থেকেই মন্দিরে ভীড় করেন পার্শ্ববর্তী গ্রামের মানুষ জন। পুজোর সাথে পূর্নার্থীদের জন্য থাকে প্রাসাদের আয়োজন। মহালয়ার দিন এই ব্যতিক্রমী রীতির পুজো দেখতে পার্শ্ববর্তী বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মানুষও ছুটে আসেন। পুজোর দিন পার্শ্ববর্তী দামোদর নদীর তীরে ছোট খাটো মেলা বসে। দুর্গাপুজো নিয়ে বাংলার মাটিতে বিভিন্ন রীতিনীতি রয়েছে। তারই এক ব্যতিক্রমী রীতি বহন করে চলেছে পশ্চিম বর্ধমানের এই মহালয়ার দিন দুর্গা পূজা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ