মৌপিয়া মাইতিঃ ক্রিকেট জগতে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। তবে দুঃসময় কাটিয়ে আবারও প্রাক্তন অধিনায়ক কে ফিরতে দেখা যাচ্ছে পুরনো ফর্মে। বুধবার এশিয়া কাপের ম্যাচে হং-কং বিরুদ্ধে আবারও জ্বলে উঠলেন তিনি।
ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ গড়ের খেলোয়াড় হিসাবে রেকর্ড গরলেন বিরাট। এই ম্যাচে ৪৪ বলে ৫৯ রানে নট আউট থাকেন। মোট ৩১ টি অর্ধশত রান করে এদিন রোহিত শর্মা কেও ছুয়ে ফেললেন বিরাট।
১০১ ম্যাচে, বিরাট ৫০.৭৭গড়ে ৩৪০২ রান করেছেন টিটোয়েন্টিতে। সেরা ব্যাক্তিগত স্কোর ৯৪*। এছাড়া তার স্ট্রাইক রেট ১৩৭.১২।
কোহলি পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ানকে পিছনে ফেলে দিয়েছেন, যার ৫৭ ম্যাচে গড় ৫০.১৪। এদের পর রয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (২৩ টি ম্যাচে গড় ৪৭.২০), পাকিস্তানের ব্যাটার বাবর আজম (৭৫ টি ম্যাচে গড় ৪৪.৯৩) এবং ভারতীয় ব্যাটার মনীশ পান্ডে (৩৯ টি ম্যাচে গড় ৪৪.৩১)।
প্রসঙ্গত, হংকংয়ের বিরুদ্ধে ভারত প্রথম ব্যাট করতে নামে এবং ২০ ওভারে ১৯২/২ রান করেন। তবে কোহলিকে অন্য রূপে দেখা যায় এই ম্যাচে। ৪৪ বলে ৫৯* রান করেন এবং একটা চার ও তিনটে ছক্কা হাঁকান তিনি। জয়ের ফলে ভারত জায়গা করে নেয় সুপার ফোর এ।
কোহলির এই পারফরম্যান্সে বেজায় খুশি স্ত্রী অনুষ্কাও, নিজের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে আনন্দ ভাগ করে নেন তিনি।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ