সুদীপ ঘোষঃ নাম রয়েল বেঙ্গল টাইগার, সুন্দরবনের ত্রাস তিনি। মাঝে মাঝেই নিজের রাজত্ব ছেড়ে সুন্দরবনের লোকালয়ে ঢুকে যান। কিন্তু নিজের মর্জি ছাড়া তার দেখা মেলা ভার।
সুন্দরবনে বেড়াতে গেলে পর্যটকদের মনের ইচ্ছে থাকে দক্ষিণারায়ের দর্শন। কিন্তু ভাগ্যে না থাকলে তার দেখা মেলে না। এবার হঠাৎ ভাগ্য সহায় হল পর্যটকদের। বাংলার রাজকীয় বাঘের দর্শন পেল পর্যটকেরা।
গতকাল সকালে পর্যটকদের লেন্সে ধরা দিল রয়েল বেঙ্গল টাইগার। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গেছে, উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে ঝিঙেখালির জঙ্গলে যাওয়ার সময় দেখা মেলে বাঘের। সেই দৃশ্য নদীর উপর ট্রলার থেকে ক্যামেরা বন্দী করেন একদল পর্যটক। যদিও এবার পর্যটকরা তেমন বিরক্ত করেনি বাঘকে শুধু দূর থেকে তার দর্শন করেই খুশি হয়েছেন। পর্যটকদের করা ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ
















