সুদীপ ঘোষঃ ভারতে দেখা মিলল কালো বাঘের। সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই। মুহূর্তে ভাইরাল দেশের বিরল প্রজাতির কালো বাঘ (BlackTiger)। ওড়িশার বিখ্যাত সিমলিপাল(Simlipal, Oddisa) জাতীয় উদ্যানের গোপন ক্যামেরায় ধরে পড়েছে কৃষ্ণ বর্ণ বাঘ।
এর আগেও অনেকবার কালো বাঘ দেখার গুজন শোনা গেলেও এবার একবারে ক্যামেরার লেন্সে ধরা পড়ল কালো বাঘের গতিবিধি । ২০০৭সালে সিমলিপালের স্থানীয় মানুষজন ও বনকর্মীরা কালো বাঘ দেখার কথা জানান। কিন্তু তারপর তেমন প্রমাণ পাওয়া যায়নি। এবার সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে পড়ল কালো বাঘের অস্তিত্ব।
১৯১৩ সালে মায়ানমারে ও ১৯৫০ সালে চিনে এই কালো বাঘ দেখার দাবি করা হয় । এমনকি ১৯৯৩ সালে কালো বাঘের চামড়া চোরাচালনকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় যা বর্তমানে দিল্লির মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে সংরক্ষিত আছে। কিন্তু ঐ কালো বাঘের উৎস ভারত না বিদেশে তার নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এবার শিমলিপালের জঙ্গলে কালো বাঘের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল ।
বিশেষজ্ঞদের মতে, জেনেটিক মিউটেশনের কারণে এই বিরল প্রজাতির বাঘের জন্ম হয়েছে দেশের অন্যতম প্রধান গভীর জঙ্গলে। কালো বাঘের ভিডিও এখন ট্রেন্ডিং। এই কালো বাঘ নিয়ে নেটিজনদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ