অধ্যায় সাহাঃ অতিমারির কারণে সারা বিশ্ব জুড়েই শুরু হয়েছিল ওয়ার্ক ফ্রম হোম। সময়ের সাথে বদলে গিয়েছিল কাজের পদ্ধতি। অফিস ছাড়াও বাড়ি থেকেই অনেক কাজ যে বেশ ভালমতোই করা যায় তা দেখিয়ে দিয়েছে কোভিড মহামারী। তবে মহামারীর রেশ কমে গেলেও অনেকাংশেই রয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোমের কাজের ধারা।
বাড়িতে থেকে কাজের ক্ষেত্রে সবসময় অনলাইনে অ্যালার্ট থাকতে হয় এটা ঠিক, তা বলে বিয়ে করতে বসেও কাজ ! ছুটি নেই ? এটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি। সম্প্রতি এমনই একটি বিয়ের ছবি ভাইরাল (Viral News) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে বিয়ে করতে বসে বরকে দেখা গেছে ল্যাপটপে কাজ করতে। বরের এই অপারগতাকে মেনে নিয়েই গুরুজন এবং পুরোহিত আশীর্বাদ করছেন দূর থেকে। আর এদিকে মাথায় টোপর, পরনে সাদা ধুতি গেঞ্জি পরে একান্ত মনযোগে ল্যাপটপে কাজ করছেন পাত্র। প্রফেশনালিজম বজায় রাখতে হবে তো। সিরিয়াস অথচ এক অদ্ভুত হাস্যরসে পরিপূর্ণ এই ছবি কিন্তু বেশ মন কেড়েছে দর্শকদের।
তবে এ ছবি ভাইরাল (Viral News) হবার পর পরই কমেন্ট সেকশন ভরে ওঠে নানা রকম কমেন্টে। কেউ কেউ বলেছেন, বিয়ের দিন অর্গানাইজেশনের থেকে অবশ্যই ছুটি নেওয়া যায়। কেউ কেউ আবার টক্সিসিটি না ছড়ানোর অনুরোধ করেছেন। কারো মতে বিয়ের আগে ব্রাউসিং হিস্ট্রি ডিলিট করার প্রচেষ্টা। তবে যাইহোক , দিনের শেষে এসব ছবি শুধুই আনন্দ প্রদান করার উদ্দেশ্যে । অন্য দৃষ্টিভঙ্গিতে না নেওয়াই শ্রেয়।
শুধু কাজ কেন, অনেক ক্ষেত্রেই বদলে গেছে বিভিন্ন রীতিনীতিও। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র অনেকাংশেই বদল হয়েছে অর্থনীতির ঘেরাটোপে। কাজের সময়ের পরিবর্তন হলেও তা বলে ছুটিছাটা যে একদম নেই এটা কিন্তু বলা যায় না। ওয়ার্ক ফ্রম হোম হলেও নিয়মমাফিক ছুটি পাওয়া যায়। তবে এবার যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার পরিপ্রেক্ষিতে ওয়ার্ক ফ্রম হোমে ছুটির সংজ্ঞা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠলেও অভিনব বিয়ের আমেজে মজেছেন নেটিজেনরা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ |
Comments 2