সন্তু সামন্তঃ কথায় আছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। এই প্রবাদবাক্যটি কথায় নয়, কাজে করে দেখাল এক দল পিঁপড়ে।
আরও পড়ুনঃ
- সাব ইনস্পেক্টর পোস্টের পরীক্ষা ১৭ জুলাই
- রেল এ গ্রুপ ডি পোস্টে ১ কোটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট
- ভারতীয় রেলের ICF এ বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আজ রাজ্যের সমস্ত স্কুলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যের
- একাধিক সংস্থায় চাকরির খবর
এক দল পিঁপড়ের একটি মোটা হারকে সম্মিলিতভাবে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই কয়েক হাজার মানুষ লাইক শেয়ার ও কমেন্ট করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট করা হয়েছে পিঁপড়েদের হার চুরি নিয়ে। তাদের হার চুরির বিরুদ্ধে আই পি সি’র কোন ধারায় মামলা করা হবে এই নিয়ে।
যদিও পিঁপড়েরা হার এর কদর ই বা বুঝবে কি করে ? এই প্রশ্নটাও অনেকে করেছেন। তবে নেটিজেন দের কমেন্ট যাই হোক সম্মিলিত কাজ বা টিম গেমের যে সুফল মেলে তা কিন্তু এই ভিডিও থেকে শিক্ষণীয়।