সন্তু সামন্তঃ আইন অনুযায়ী ১ টি বাইকে একসঙ্গে সর্বাধিক ২ জন চড়তে পারেন। অর্থাৎ, ড্রাইভার আর সওয়ারি। অনেক ক্ষেত্রে লোকাল রাস্তায় যেখানে পুলিশি ধরপাকড় এর ভয় নেই সেখানে বাইকে ৩ জন বা ৪ জন কেও চড়তে দেখা যায়। তা বলে ৭ জন ! শুনেই ভিরমি খেলেন তো ?
হ্যাঁ, ভিরমি খাওয়ার মতই ভিডিও। একটা বাইকে ৭ জন, তার মধ্যে আবার ৪ জন বাচ্চা। তার ওপর কারো মাথায় হেলমেট নেই। ভাবুন তো, নিজেদের নিরাপত্তা বিসর্জন তো দিলেনই , সঙ্গে বাচ্চাগুলোর জীবন নিয়েও ছিনিমিনি খেলা। ভিডিও দেখে মনে হচ্ছে না পাড়ার রাস্তা। জনবহুল রাস্তাতেই এই অবস্থা!
ভিডিও টি টুইটে শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। আপনিও দেখুন সেই ভিডিও –
সংশ্লিষ্ট বাইক আরোহী এবং তাঁর সঙ্গে থাকা আরও ২ জন প্রাপ্তবয়স্ক দের সচেতন হওয়া উচিত। আইন আইনের পথে চলবে ঠিক কথা। কিন্তু আইনের আগে নিজেদের সচেতন হওয়া জরুরি।
টিম নবচেতন এর পক্ষ থেকে সকল বাইক আরোহীকে এই বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ করা হচ্ছে। আপনি এবং আপনার পরিবারের নিরাপত্তার পাশাপাশি পথচলতি অন্যান্যদেরও এই ধরনের ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আইন মেনে বাইক চালিয়ে নিজে ভালো থাকুন, অপরকেও ভালো থাকতে সাহায্য করুন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ