সঞ্জয় বৈরাগীঃ ক্রিমিয়ার কের্চ সেতুতে ইউক্রেনের আত্মঘাতী হামলার পর থেকে ক্রমশই জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। আর এই হামলার বদলা নিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে লাগাতার গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়া (Ukraine vs Russia)। পাশাপাশি, ইউক্রেনও রাশিয়ার কাছে যুদ্ধে হারানো অঞ্চল গুলিকে পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
বিদেশ মন্ত্রক সূত্র থেকে জানা যাচ্ছে, ইউক্রেনের চারটি অঞ্চলে মার্শাল ল জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই আইন জারি করার ফলে ওই চারটি অঞ্চলের সাধারণ নাগরিকদের স্বাধীনভাবে যাতায়াতের অধিকার সহ বাক স্বাধীনতা খর্ব করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফ থেকে সে দেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। সেটিতে বলা হয়েছে ‘ইউক্রেনে ক্রমাগত নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সে দেশে পাঠরত ভারতীয় পড়ুয়া সমেত সকল ভারতীয় নাগরিক যারা এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন, তারা যত শীঘ্র সম্ভব যেন ইউক্রেন ছেড়ে চলে যায়। এরই সঙ্গে, ভারতীয়দের ইউক্রেনে যেতেও নিষেধ করা হয়েছে এই অ্যাডভাইজারিতে।
উল্লেখ্য, ইউক্রেনের এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। কিছুদিন আগেই ইউক্রেনের ডনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসনে গণভোটের আয়োজন করিয়ে রাশিয়ার অংশ হিসাবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। আর সেখানেই এখন নতুন করে মার্শাল ল চালু করলো মস্কো।বিশেষজ্ঞদের মতে,এর ফলে দুই দেশের মধ্যে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা আরো বাড়বে।
Ukraine vs Russia
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ