সন্তু সামন্তঃ বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিয়েছেন ১৭ তম জি২০ সম্মেলনে। সম্মেলনের ফাঁকে স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ হয় ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে। সাক্ষাতের কিছুক্ষণ পরেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয় এক বিশেষ স্কিম। যার পেশাদারি নাম দেওয়া হয়েছে – “UK-India Young Professionals Scheme”।
ব্রিটেন-ভারত ইয়ং প্রফেশনাল স্কিম এর মাধ্যমে উপকৃত হবেন ১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষিত ৩০০০ ভারতীয় নাগরিক। মোট ২ বছরের জন্য এই বিশেষ সুবিধে পাওয়া যাবে। শিক্ষিত ছেলেমেয়েরা ব্রিটেনে গিয়ে বসবাস করার এবং কাজ করার সুযোগ পাবেন এই স্কিমের মাধ্যমে।
উল্লেখ্য ব্রিটেনের আন্তর্জাতিক পড়ুয়াদের ৪ ভাগের মধ্যে ১ ভাগ ভারতীয়। পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ব্রিটেনের নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ব্রিটেনের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুত বুনিয়াদের অন্যতম ধাপ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর দফতরের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, ভারতই হল প্রথম দেশ, যারা এই ধরনের স্কিমের সুবিধে প্রথম পাবে। প্রসঙ্গত, গত বছরই ভারত ও ব্রিটেন দুপক্ষের থেকেই অভিভাসন নীতিকে আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, সেই প্রয়াসেরই অন্যতম ধাপ ‘ব্রিটেন-ভারত ইয়ং প্রফেশনাল স্কিম’। আগামীতে দুই দেশের বিদেশ নীতিতে তারই প্রতিফলন কতটা বাস্তবিক রূপ পায় সেটাই এখন দেখার।
UK-India Young Professionals Scheme |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
Comments 1