সঞ্জয় বৈরাগীঃ টুইটারের দায়িত্ব হাতে নেওয়ার পর ক্রমাগতভাবে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চলেছেন এলন মাস্ক। প্রায়, প্রতিদিনই তার তরফ থেকে পাওয়া যাচ্ছে এই সংক্রান্ত কোনও না কোনও নতুন আপডেট। এবার, টুইট করে আরও একটি বড়ো আপডেট (TwitterParodyAccount) দিলেন টুইটারের কর্ণধার এলন মাস্ক।
সম্প্রতি, ৩টি টুইটের মাধ্যমে মাস্ক জানান, প্যারোডিতে জড়িত সকল অ্যাকাউন্টগুলিকে শুধুমাত্র তাদের বায়োতেই নয়, বরং তাদের নামেও আবশ্যিক ভাবে “প্যারডি” কথাটির অন্তর্ভুক্তি করাতে হবে। এর পাশাপাশি, সেই সমস্ত অ্যাকাউন্ট গুলিকেও সাসপেন্ড করা হবে,যেগুলি নিজেদের পরিচয় পরিবর্তন করবে।এরই সঙ্গে অন্যর কারোর নাম বা ছবি ব্যবহারকারীদেরও সাসপেন্ড করা হবে বলে তিনি জানিয়েছেন।
মাস্কের মতে, প্যারোডির ছদ্মবেশ ধারণকারী এই অ্যাকাউন্টগুলি মূলত,লোকেদের প্রতারণা করার সাথে জড়িত। সম্প্রতি দেখা গিয়েছে যে,এমন অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে যেগুলি আসলে অন্য কারও, তবে কাজ করছিল প্যারোডি অ্যাকাউন্ট হিসেবে।তিনি আরো জানান মানুষকে ঠকানো কখনই ঠিক নয়।
প্রসঙ্গত, টুইটারের পক্ষ থেকে অ্যাকাউন্ট গুলি স্থগিত করার আগে একটি সতর্কতা জারি করা হয়েছিলো।আর সেই অনুযায়ী এখন তারা ব্যাপক ভাবে যাচাইকরনের কাজ চালু করেছে। নির্দেশ অনুযায়ী কোনো ব্যাবহারকারী সতর্ক না হলে তার অ্যাকাউন্ট সরাসরি সাসপেন্ড করা হবে। সেক্ষেত্রে এটি টুইটার ব্লু-তে সাইন আপ করার শর্ত হিসাবে গণ্য হবে।