সুদীপ ঘোষঃ সাধারণ নিত্য যাত্রীদের জন্য বড় চমক দিল ভারতীয় রেল (IndianRail)। এবার পূর্ব রেলের লোকাল ট্রেনে বসল টিভি (TV)। যাত্রীদের এক ঘেয়েমি কাটিয়ে বিনোদনের জন্য টিভির ব্যবস্থা করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন।
সারা ভারতে মুম্বাইয়ের পর কলকাতা মহানগরের ই. এম. ইউ ট্রেন পরিষেবাতে প্রতি বগিতে বসতে চলেছে বিনোদনের জন্য টিভি। সোমবার সকাল ১১: ৫০মিনিটে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে পূর্ব ভারতের প্রথম “রেল ইনফোটেনমেন্ট” লোকাল হিসাবে যাত্রা শুরু করল। ধীরে ধীরে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেনে এই বিনোদনের জন্য টিভি লাগানো হবে।
এই এলইডি টিভিগুলিতে যাত্রীদের বিনোদনের জন্য নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও যাত্রীদের জন্য রেল ও সামাজিক সম্পর্কিত সচেতনতা মূলক প্রচার ও সরকারি- বেসরকারি বিজ্ঞাপন পরিবেশন করা হবে। বিনোদনের পাশাপাশি বিজ্ঞাপনে রেলের আয়ও বাড়বে। ভারতীয় রেলের এই অভিনব উপহার পেয়ে খুশি সাধারণ যাত্রীরা।
(Indian Rail installing LED TV’S inside Eastern local trains for Entertainment and Advertising purpose)